Refund
রিফান্ড পলিসি
আমরা বিশ্বাস করি পাঠকের আস্থাই আমাদের অন্যতম অর্জন। পাঠশালাতে পেমেন্ট করার জন্য জনপ্রিয় মাধ্যম ক্যাশ অন ডেলিভারি হলেও ক্রেতাগন তাদের সুবিধার্থে বিকাশ, নগদ, রকেট, কার্ডের মাধ্যমে অগ্রীম মূল্য পরিশোধ করে থাকেন। এছাড়াও আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য অগ্রীম পেমেন্ট নিতে হয়।
পাঠশালার স্টকে বর্তমানে প্রায় দুই কোটি টাকার বেশি দেশি-বিদেশি পণ্য আছে। তারপরেও আসলে সব পণ্য স্টক থেকে দেবার নিশ্চয়তা নেই, কারণ আমাদের সাইটে টাইটেল দুই লক্ষের বেশি। সব পণ্য ২ কপি করে স্টক করতে গেলেও যে পরিমাণ স্পেস এবং অর্থের প্রয়োজন, দেশীয় প্রতিষ্ঠান হিসেবে সেটা নিশ্চিত করা আমাদের পক্ষে খুবই দূরহ। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি যত দ্রুত সম্ভব আপনার অর্ডারটি পৌঁছে দেবার।
কিন্তু কেউই তো আর ভুলের ঊর্ধ্বে নয়, তেমনি আমরাও এতো বিশাল অপারেশন চালাতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। স্টকে নেই এমন প্রোডাক্টগুলো সাপ্লায়ারের নিকট থেকে সংগ্রহ করতে গেলে মাঝেমধ্যে দেখা যায়, প্রোডাক্টগুলো সাপ্লায়ারের নিকট নেই। তখন অগ্রীম মূল্য পরিশোধিত অর্ডারটি নিয়ে আমাদের মাঝে মধ্যেই বিড়ম্বনায় পড়তে হয়।
আর এজন্যই পণ্য সরবরাহে ব্যর্থ হলে, কিংবা পণ্য ডেলিভারি হবার পূর্বেই বাতিল হলে পাঠশালার কর্তৃপক্ষ সরাসরি পরিশোধিত অর্থ নির্দিষ্ট মাধ্যমেই ফেরত প্রদান করবে। ইনশাআল্লাহ !
ক) রিফান্ড মাধ্যম: কোন কারণে নির্ধারিত সময়ে পাঠশালা পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে ক্রেতার পরিশোধিত অর্থ যে মাধ্যমে পরিশোধ করেছেন সেই একই মাধ্যমে (বিকাশ, নগদ, রকেট, কার্ড ও ব্যাংক ট্রান্সফার ইত্যাদি) ফেরত প্রদান করবে।
খ) রিফান্ডের সময়: অগ্রীম মূল্য পরিশোধিত অর্ডারটি ডেলিভারি না হলে কিংবা ডেলিভারি হবার পূর্বেই বাতিল হলে, রিফান্ড সিন্ধান্ত গ্রহনের সময় থেকে রিফান্ড প্রসেস করতে সাধারণত ৭-১০ কর্মদিবস সময় লেগে যেতে পারে (সংশ্লিষ্ট অর্থ প্রদানকারী মাধ্যমে ব্যবহৃত সময় ব্যতীত)। যদি এর মাঝে রিফান্ড না পান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে প্রোডাক্টভেদে ক্রয়াদেশের শর্তানুযায়ী পণ্য সরবরাহ কিংবা ক্রেতা সেবা গ্রহনে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ ফেরত পেতে কিছুটা অতিরিক্ত সময় লেগেও যেতে পারে।
গ) রিফান্ড নোটিফিকেশন: রিফান্ড করার পর ক্রেতাকে এসএমএস, ফোন, ইমেইল বা অন্য কোন মাধ্যমে অবহিত করা হবে। ইনশাআল্লাহ। রিফান্ড না পেলে রিফান্ড নোটিফিকেশন পাওয়ার ৩ দিনের মধ্যে যোগাযোগ করতে হবে। অন্যথায় আপনার টাকা ফেরত পেয়েছেন বলে গণ্য হবে।
ঘ) রিফান্ড অভিযোগ: যদি ৭-১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড না পান অথবা রিফান্ড সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে পাঠশালার ফেইসবুক পেইজের লাইভচ্যাটে, হোয়াইটস অ্যাপ +8801711021156 নম্বরে অথবা admin@pathshalabookcenter.com ইমেইলে যোগাযোগ করতে হবে।
ঙ) ফেরতযোগ্য অর্থ:
১) অগ্রীম মূল্য পরিশোধিত অর্ডারটি ক্যান্সেল হলে কিংবা গ্রাহক নিজে ক্যান্সেল করতে অনুরোধ করলে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেয়া হবে।
২) অগ্রীম মূল্য পরিশোধিত অর্ডারটি ডেলিভারি না হলে কিংবা ডেলিভারি হবার পূর্বেই রিটার্ন এলে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেয়া হবে।
৩) অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক পণ্যের মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা পেমেন্ট করে থাকলে, অথবা পেইড অর্ডারের কোনো পণ্য যদি স্টকে না থাকার কারণে অর্ডার থেকে বাদ দেয়া হয়, তবে সেক্ষেত্রে মোট মূল্যের অতিরিক্ত টাকা গ্রাহককে রিফান্ড করে দেয়া হবে।
৪) অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল ভুলের কারণে যদি বেশি টাকা কেটে রাখা হয়, তাহলে যথাযথ প্রমাণ প্রদানপূর্বক অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
৫) পেইড অর্ডার প্রসেসিং স্ট্যাটাসে থাকাবস্থায় যদি কোনো পণ্য সাপ্লাইয়ারের থেকে না পাওয়া যায় কিংবা দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ না করা যায়, সেক্ষেত্রে ক্রেতার সাথে আলোচনাপূর্বক উক্ত পণ্যটির টাকা রিফান্ড করে বাকি পণ্যগুলো পাঠিয়ে দেয়া হবে।
৬) ক্যাশব্যাক অফার চলাকালীন কোন কারণে ক্রেতা অর্ডার ক্যান্সেল করলে কিংবা পাঠশালা পণ্য সরবরাহে ব্যর্থ হলে পাঠশালা কর্তৃপক্ষ ক্যাশব্যাকের অর্থ বাদ দিয়ে রিফান্ড করবে।
৭) রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের ত্রুটি প্রমাণসহ উত্থাপন করলে এবং সাপ্লাইয়ের কাছে স্টক থাকে, তাহলে আগের পণ্যটি পরিবর্তন করে নতুন পণ্য দেওয়া হবে। আর যদি স্টক না থাকে, তাহলে ত্রুটিযুক্ত পণ্যটি ফেরত পাবার পর পণ্যটির সম্পূর্ণ অর্থ রিফান্ড করা হবে। নির্দিষ্ট সময়ের পর কর্তৃপক্ষকে জানালে রিফান্ড প্রযোজ্য হবে না।
৮) শুধুমাত্র ফেরত পাঠানো পণ্যটির মূল্য রিফান্ড করা হবে। ফেরত পাঠানো পণ্যের জন্য শিপিং চার্জ রিফান্ডযোগ্য নয়।
৯) আপনার ফেরত পাঠানো পণ্যটি যাচাই-বাছাইয়ের পর রিফান্ড দেয়া হবে। কাস্টমার নিকট থেকে ফিজিক্যালি ড্যামেজ হওয়া প্রোডাক্টের জন্য রিফান্ড প্রযোজ্য হবে না।
চ) অফেরতযোগ্য অর্থ:
১) গিফট ভাউচার পেইড: গিফট ভাউচারের মাধ্যমে পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয়। ক্রেতা অর্ডার বাতিল করলে কিংবা পাঠশালা পণ্য সরবরাহে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ পরবর্তি অর্ডারে ব্যবহার করতে পারবেন।
২) পাঠশালা ব্যালেন্স: ক্রেতা অর্ডার বাতিল করলে কিংবা পাঠশালা পন্য সরবরাহে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ সরাসরি ক্রেতাকে রিফান্ড করা হবে। তবে কোন ক্রেতা ইচ্ছাকৃতভাবে পরিশোধিত মূল্য পাঠশালার ব্যালেন্সে জমা রাখতে পারবেন। পাঠশালার ব্যালেন্সে জমানো অর্থ রিফান্ডযোগ্য নয়। পরবর্তি যেকোন অর্ডারে ব্যবহার করতে পারবেন।
৩) পাঠশালার ব্যালেন্স পেইড: পাঠশালার ব্যালেন্স পেইড করার পরে অর্ডারটি বাতিল হলে পরিশোধিত অর্থ পাঠশালা ব্যালেন্সেই যুক্ত হবে। পরবর্তি যেকোন অর্ডারে ব্যবহার করতে হবে।
৪) রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুসারে ফেরত পাঠানো পণ্যের জন্য শিপিং চার্জ বা ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয়।
৫) যদি পেমেন্ট মেথড হিসাবে ‘ক্যাশ অন ডেলিভারি’ সিলেক্ট করে থাকেন এবং কাস্টমার যদি পণ্যটির জন্য কোন টাকা পরিশোধ না করে থাকেন, তাহলে কোনো টাকা রিফান্ড পাবেন না।
Refund Policy
We believe reader’s trust is one of our achievements. Although cash on delivery is the popular mode of payment in Pathshala, customers pay the advance price through Bkash, Cash, Rocket, Card for their convenience. We also require advance payment for certain products due to certain limitations.
Pathshala currently has more than two crore domestic and foreign products in its stock. Even then it is not guaranteed that all the products are actually out of stock, as there are more than two lakh titles on our site. Even if all the products are to be stocked in 2 copies, it is very difficult for us as a domestic company to ensure the amount of space and money required. However, we do our best to deliver your order as quickly as possible.
But no one is above mistakes, we too can make mistakes while running such a huge operation. When the products that are not in stock are procured from the supplier, sometimes it is seen that the products are not available from the supplier. Then we sometimes have to face the dilemma of the order paid in advance.
And that’s why if the product fails to deliver, or if the product is canceled before delivery, the authority of Pathshala will directly refund the paid money through the specified method. Inshallah!
A) Refund Mode: If for any reason Pathshala fails to deliver the product within the stipulated time, the buyer will refund the amount paid by the same mode (Bishak, cash, rocket, card and bank transfer etc.).
b) Refund Time: If the prepaid order is not delivered or is canceled prior to delivery, it may take 7-10 business days from the time the refund decision is made to process the refund (excluding the time used by the relevant payment provider). If you do not receive a refund within this time, please contact us. However, depending on the product, it may take some additional time to get the paid money back if the product delivery or customer service fails to meet the terms of the purchase order.
c) Refund Notification: After the refund, the buyer will be notified by SMS, phone, email or any other means. Inshallah In case of non-receipt of refund, contact must be made within 3 days of receipt of refund notification. Otherwise your money will be considered refunded.
d) Refund Complaint: If refund is not received within 7-10 working days or any complaint related to refund should be contacted on Pathshala Facebook page live chat, whites app +8801711021156 or email admin@pathshalabookcenter.com.
e) Refundable amount:
1) Full price refund will be given if the prepaid order is canceled or customer requests to cancel.
2) Full price refund will be given if the prepaid order is not delivered or returned before delivery.
3) In the case of online payment, if the customer has paid more money than the price of the product, or if any product of the paid order is excluded from the order due to not being in stock, then in that case, the excess money of the total price will be refunded to the customer.
4) In case of excess amount deducted due to technical error in online payment, the excess amount will be refunded on furnishing proper proof.
5) If a product is not available from the supplier or cannot be collected in the fastest time while the order is in the paid order processing status, then the remaining products will be refunded after discussion with the buyer.
6) During the cashback offer, if the customer cancels the order for any reason or if Pathshala fails to deliver the product, the Pathshala authorities will refund the money minus the cashback.
7) If the product is raised with proof of defect within the specified period following the return and exchange policy and the supplier has stock, the previous product will be replaced with a new product. And if out of stock, a full refund of the product will be made upon return of the defective product. Refunds will not be applicable if the authorities are notified after the specified time.
8) Only the price of the returned product will be refunded. Shipping charges for returned products are non-refundable.
9) Your returned product will be refunded after verification. Refunds will not be applicable for physically damaged products from the customer.
f) Offerable Money:
1) Gift Voucher Paid: Payments made through Gift Vouchers are non-refundable. If the buyer cancels the order or if Pathshala fails to deliver the product, the paid amount can be used in the next order.
2) Pathshala Balance: If the buyer cancels the order or Pathshala fails to deliver the goods, the amount paid will be refunded directly to the buyer. However, any buyer can voluntarily deposit the paid price in the school balance. The money deposited in the school balance is non-refundable. Can be used on any subsequent order.
3) Pathshala Balance Paid: If the order is canceled after the Pathshala balance has been paid, the amount paid will be added to the Pathshala balance. To be used on any subsequent order.
4) Shipping charges or delivery charges for returned products are not refundable as per return and exchange policy.
5) If ‘Cash on Delivery’ is selected as payment method and the customer has not paid any amount for the product, then no refund will be given.