Sale

বাংলার ইতিহাসের অনাঘ্রাত পাতা থেকে

Original price was: TK. 1,700.Current price is: TK. 1,400.

Description

কী যেন হারিয়ে গেছে জীবন থেকে। বাস্তবতা ঝরে গেছে বাস্তব থেকে। নির্মিতি থেকে আকরণ, বাচন থেকে সংযোগ। এত অজস্র পথের বিকল্প, তবু যাওয়া নেই আসাও নেই। ক্রমশ দেখা সমাজের, রাজনীতির ইতিহাসের নিঃসাড় হয়ে যাওয়া। শিল্প ও সাহিত্যের নান্দনিক নির্যাস যেন অনুভূতি-নাশক মোহিনী শক্তির কবলে পড়েছে। বাঙালির বীরত্বগাথা, লোক-জীবন ও সংস্কৃতির বিনির্মাণের আধুনিক কালপর্বের ইতিহাসের দিকে তাকালে এখন আমাদের যৌথ অবলোকনের কূটাভাসের মুখোমুখি দাঁড়াতে হয়। পর্ব থেকে পর্বান্তরিত ইতিহাসের আলোক সংস্কৃতির যে বিপুলায়তন প্রত্নসম্ভার এতোদিন আমরা লালন করেছি, এখন এই অসম সময়ে এসে ইতিহাসের উপাত্তে তা দুর্বহ, আবর্জনা মাত্র। দুর্বৃত্তায়নের পণ্য-সংস্কৃতির মুখোমুখি দাঁড়িয়ে শুদ্ধ পথ ধরে এগিয়ে যাবার এখন যে শুভলগ্ন সে মুহূর্তে আয়নায় আপন মুখ দেখার জন্য বাংলার ইতিহাসের অনাঘ্রাত পাতা থেকে গ্রন্থের অবতারণা। এতে রয়েছে বাঙালির মৌলিক অথচ প্রায় অনাঘ্রাত ইতিহাস ও ইতিহাসের অনন্য বরপুত্রদের জীবন ও কর্মের অকল্পনীয় স্বাক্ষর, যার মন মাতানো সুবাস জাতি আজও ঠিকমতো পায়নি। রবীন্দ্র-বান্ধব আইসিএস গুরুসদয় দত্তের দেশপ্রেম, মাতৃভাষাপ্রীতি, জীবন ও সাহিত্য, ব্রতচারী আন্দোলন, সমাজ-সংস্কার এবং শাশ্বত বাঙালি জাতীয়তাবাদী চেতনার রেনেসাসের রূপকার হিসেবে এই মূর্তিমান মনীষার বহু বৈচিত্র্যপূর্ণ জীবনের নানান পর্ব- পর্বাত্তরের উপর এ বইটিতে অনুসন্ধিৎসা ও যুক্তিনিষ্ঠার অবলোকনের আলো ফেলেছেন গবেষক। এতে আরো রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার স্থপতি নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর অন্তরঙ্গ সহকর্মী শ্রীহট্টের কতিপয় সূর্যসন্তানের জীবন ও কর্মের মূল্যায়ন, যা বাঙালি জাতিসত্তার শিকড় সন্ধান ও স্বাধীনতার বিনির্মাণের দূরকালের ইতিহাস রচয়িতাদের জন্য রাজনীতি ভাবনা ও সমকালীন সমাজচিত্রের একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য দলিল হিসেবে মূল্যবান সংযোজন বলে গণ্য হবে। কেননা, এ গ্রন্থে আলোচিত সূর্যসন্তানদের জীবন ও কর্ম সতত স্মরিত বাঙালির আর্যাচারের সমতুল। লেখক এ বিষয়গুলো নানান ঐতিহাসিক দলিল প্রমাণ, তথ্য-উপাত্ত ও যুক্তির কষ্টিপাথরে ঘষে উদ্ঘাটন করে তুলে ধরেছেন। বাংলাদেশে জাতীয় বিপ্লব, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চার ধারায় এক নতুন জগতের সন্ধান দিতে পথিকৃৎ-এর ভূমিকা পালনে এ গ্রন্থ সময়ের সহযোগী হিসেবে বিবেচিত হতে পারে কালে-কালান্তরে ।

Related Products