জিয়াউল সরকার
জিয়াউল সরকার জন্ম ৩০-৬- ১৯৮০ ত্রিমোহিনী গেটবাজার গাইবান্ধায়। কিন্তু বাবা চাচাদের সম্পত্তির কলহের জেরে খুব শৈশবেই এখান থেকে স্বপরিবারে উচ্ছেদ হতে হয়, এবং বাবা র রেলওয়ে (খালাসি) চাকরির সুবাদে দিনাজপুরের পার্বতীপুরে হিজরত করে। তারপর এই পার্বতীপুর জংশনেই লেখকের বেড়ে ওঠা বেড়ে চলা… লেখালিখি ও আধ্যাত্মিক ধ্যান ধারণার প্রতি লেখকের দুর্নিবার টান। সেই টান থেকেই লিখে যাচ্ছেন।