নজরুল ইসলাম
নজরুল ইসলাম জন্ম: ১৯৪৮ এনায়েতপুর, কচুয়া, চাঁদপুর, বাংলাদেশ। শিক্ষা: এম.কম (ব্যাবস্থাপনা), ঢাকা ইউনিভার্সিটি, এম.এ (অর্থনীতি) জগন্নাথ ইউনিভার্সিটি। চাকুরী জীবন: ইসলামাবাদ, (পাকিস্তান), বাংলাদেশ, নাইজেরিয়া, আমেরিকা ও কানাডা। বর্তমান: অবসর জীবন- টরন্টো, কানাডা। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু। প্রথম প্রকাশিত বই: আমার সংগ্রামী জীবন প্রকাশিত টরন্টো, কানাডা থেকে। নিয়মিত লেখালেখি : পারবাসিব্লগ.কম। পারিবারিক সংক্ষিপ্ত পরিচিতি : স্ত্রী: নাজনীমা ইসলাম (বি.এ), অবসর। ছেলে-মেয়ে: গালিব ইসলাম, (এম.এ), ইংলিশ, (University of Toronto) ওর প্রকাশিত বই Fire in the unnameable country, প্রকাশক পেংগুইন কানাডা, তানজিল ইসলাম (এম.এ) Environment studies, York University, সোশ্যাল ওয়ার্কার এবং ফারজাদ ইসলাম(এম.এ) অর্থনীতি Ryerson University, সরকারি চাকুরী, কানাডা ।