Description

“লিওনার্দো দ্য ভিঞ্চি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
একথা বললে অত্যুক্তি হবে না যে, এই গ্রন্থটি লিওনার্দোর “বিভাময়’ জীবনের এক প্রামাণ্য শিল্পলিপি। স্যার্জ ব্রেমলি এই মহান চিত্রকর-ভাস্করের ঘটনাবহুল জীবনের বর্ণনা দিতে গিয়ে শিল্পীকে অনুধাবন করেছেন তার দৈনন্দিন জীবনের ঘটনা এবং তার প্রতিদ্বন্দ্বী, নিকটজনের সঙ্গে সম্পর্কের নিরিখে। যেমন, বত্তিচেল্লি, মাইকেল আঞ্জেলাে, মাকিয়াভেলি। এভাবেই তিনি এক অসামান্য যুগের আলাে-আঁধারির ভেতরে অবিস্মরণীয় লিওনার্দোর অনন্য ব্যক্তিত্বের আকর্ষক চিত্র চিত্রিত করেছেন।

Related Products