বরফে পায়ের ছাপ

TK. 300

Description
“বরফে পায়ের ছাপ” বইয়ের শুরুর কিছু অংশ:
দুপুর দেড়টা বাজতেই মেজর চিৎকার করলেন, “হল্ট! অর্জুন সামনে হাঁটছিল, অবাক হয়ে ফিরে তাকাল, ‘কী হয়েছে?” | ‘ননা মাের ওয়াকিং। আজ এখানেই টেন্ট ফেলাে। মেজর তার কাঁচাপাকা দাড়িতে আঙুল ঢােকালেন। এখন এখানে ঠান্ডা প্রায় ছয় ডিগ্রিতে রয়েছে। তা সত্ত্বেও তার কপালে ঘাম জমেছে।
‘এ কী। এখানে কেন? সন্ধে নামতে ঘণ্টা তিনেক দেরি আছে। আমরা তাে মাত্র সাড়ে চার ঘণ্টা ট্রেক করেছি। অর্জুন প্রতিবাদ করল।
‘মাই ডিয়ার অর্জুন, একটা প্যাসেঞ্জার ট্রেন সাড়ে চার ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে একটা দ্রুত এক্সপ্রেস নিশ্চয়ই তার দ্বিগুণ পথ পেরিয়ে যায়! কথাটা হচ্ছে, কত ঘণ্টা হেঁটে এলাম সেটা বড় কথা নয়, কতটা পথ পেরিয়ে এলাম সেটা জানতে হবে। মেজর দাড়ি থেকে আঙুল সরালেন, ‘তা ছাড়া এখান থেকে আমি স্পষ্ট তিব্বত দেখতে পাচ্ছি।’

Related Products