Sale

জোড়া উপন্যাস

Original price was: TK. 300.Current price is: TK. 220.

Description

কবি মুহম্মদ নূরুল হুদা’র উপন্যাস ‘জন্মজাতি ও ‘মৈনপাহাড়’। জোড়া উপন্যাস। জোড়া উপন্যাস সাহিত্যের এক অভিনব প্রকরণ। একের ভেতর দুই। দুইয়ের ভেতর এক। কবি-ঔপন্যাসিক মুহম্মদ নূরুল হুদা তাঁর জন্ম আঁতুড়ঘর দরিয়ানগর-দইজ্জার সঙ্গে মৈনপাহাড়-পরস্পর বিপরীত সাযুজ্যের এক নিবিড় ঐক্য গড়ে তুলেছেন উপন্যাস জোড়ায়। নব্বই দশকের শুরুতে মুহম্মদ নূরুল হুদার ‘জন্মজাতি ও ‘মৈনপাহাড়’ প্রকাশের সঙ্গে সঙ্গে বিদগ্ধ পাঠক ও * লেখকেরা বিস্মিত হয়েছিলেন। বাংলা ভাষার উপন্যাসে। জাদুবাস্তবতা ও উত্তরাধুনিক প্রান্তমুক্ততার প্রথম জাতক হিসেবে নিজেকে উপস্থাপন করলেন কবি ও ঔপন্যাসিক মুহম্মদ নূরুল হুদা। রমণীদাস, ফিরুজাবিবি, নবি বলী, ইয়াজুজ মাজুজ, কিশাের-এইসব মনুষ্য চরিত্রের সঙ্গে কক্সবাজার, মহেশখালি, দইজ্জা, লইট্টামাছ, সাম্পান, আদিনাথ মন্দির, আদিনাথ পাহাড়ের চূড়া, রহস্যঘেরা পাহাড়ের পথ একে অপরের সঙ্গে জড়িয়ে বিচিত্র আখ্যানে অনবদ্য কাব্যিক গতিতে এগিয়ে গেছে জোড়া উপন্যাসের উপাখ্যান ‘জন্মজাতি’ ও ‘মৈনপাহাড়। হাজার বছর ধরে পাহাড় ও দরিয়া মানবজাতির সঙ্গে মিলনে ও বিরহের যে নিখুঁত উত্থানপতনের সংসার রচনা করে চলেছে, সেই সংসারের প্যাচালী মুহম্মদ নূরুল হুদা অনুভবের রক্ততিলকে ইতিহাস চেতনার নিরীক্ষায় বর্ণনা করেছেন গভীর ধ্যানমগ্নতায়। জোড়া উপন্যাস পাঠ করতে করতে মনে হয় হাঁটছি একই সঙ্গে দরিয়ার প্রবল ঢেউয়ের মাথায় ও মৈনপাহাড়ের চূড়ায় পা রেখে। কবির ভেতরের গদ্যর আরতি অপূর্ব ও তীক্ষ দক্ষতায় কেমন করে নির্বাণ লাভ করে, উপন্যাস দুটিতে তার প্রমাণ রাখলেন কবি মুহম্মদ নূরুল হুদা। কবিতা, গান, লােকগীতি, প্রবচন, গল্প-একই সুতােয় গেঁথে গেঁথে জোড়া উপন্যাসকে দিয়েছেন চিত্তলােকের অনবদ্য মহিমা। ঔপন্যাসিকের সঙ্গে আলাপ করে জানা গেছে জোড়া উপন্যাসের পথ বেয়ে শীঘ্রই তৃতীয় ও চতুর্থ মাত্রায় উপনীত হতে পারে উপন্যাসের পর্ব। আমি বিশ্বাস করি- জাতিস্মর চেতনার প্রতীক কবি-কথাকার মুহম্মদ নূরুল হুদা যথাশীঘ্রই তার কথা রাখবেন।

Related Products