কবিতাসমগ্র ২
TK. 900
Categories: পশ্চিমবঙ্গের বই: বাংলা কবিতা
Author: সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
Edition: ১ম সংস্করণ, ১৯৯২
No Of Page: 248
Language:BANGLA
Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
Country: ভারত
সুনীল গঙ্গোপাধ্যায়ের যাবতীয় কাব্যগ্রন্থ কালানুক্রমিক রূপে বিন্যস্ত করে প্রকাশিত হচ্ছে ‘কবিতাসমগ্র’র একেকটি খণ্ড। বাংলা কবিতার যাঁরা প্রেমিক পাঠক, তাঁদের কাছে এ এক মস্ত খবর সন্দেহ নেই। কেননা, বাংলা কথাসাহিত্যের সেরা একজন লেখক যিনি, সেই সুনীল গঙ্গোপাধ্যায় যে বাংলা কবিতারও এক অতিশক্তিমান স্রষ্টা, তা কে না জানে । এই কথাটাও সবাই জানে যে, পঞ্চাশের দশকে ‘কৃত্তিবাস’ নামক যে আন্দোলন একদিন বাংলা কবিতার মোড় একেবারে অন্য দিকে ঘুরিয়ে দিয়েছিল, সুনীলই ছিলেন তার নেতৃস্থানীয় কবি পাঠক, সমালোচক— সবাই সেদিন অবাক মেনেছিলেন । সবাই লক্ষ করেছিলেন যে, এই কবি কোনও পুরনো কথা শোনাচ্ছেন না; তিনি যা কিছু লিখছেন, তারই ভিতর দিয়ে বয়ে যাচ্ছে এক ঝলক টাটকা বাতাস, আর সেই বাতাস ছড়িয়ে দিচ্ছে এমন এক সৌরভ, যা তার আগে পর্যন্ত পাওয়া যায়নি ।
কথাসাহিত্য ও কবিতার দাবি একই সঙ্গে মেটানোর কাজটা বড় শক্ত। এ কাজ সবাই পারে না । সুনীল যে পেরেছেন, তার কারণ বোঝা কঠিন নয়। যৎপরোনাস্তি সফল একজন কথাসাহিত্যিক হয়েও এই সরল সত্য তিনি কখনও বিস্মৃত হননি যে, মূলত তিনি কবিই, এবং -গদ্য নয়— কবিতাই তাঁর প্রথম প্রেম । সেই প্রেমের দাবি আজও তিনি সমানে মিটিয়ে যাচ্ছেন, এবং অসামান্য সব উপন্যাস ও গল্পের সঙ্গে-সঙ্গে লিখে যাচ্ছেন এমন অনেক কবিতা, পাঠকের আগ্রহকে যা নিমেষে অধিকার করে নেয়।
তাঁর ‘কবিতাসমগ্র’র এই দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে ৬টি কাব্যগ্রন্থ। দাঁড়াও সুন্দর, মন ভালো নেই, এসেছি দৈব পিকনিকে, দেখা হলো ভালোবাসা, বেদনায়, স্বর্গনগরীর চাবি, সোনার মুকুট থেকে অর্থাৎ এমন বহু কবিতা, যার নানা পক্তি একদিন পাঠকদের মুখে-মুখে ফিরত। এমন কবিতা, দু’দিন বাদেই যা বাসী হয়ে যায় না, যা চিরকালই নতুন থেকে যায় ।

