কালো বেড়াল, সাদা বেড়াল
TK. 1,000
Categories: পশ্চিমবঙ্গের বই: রহস্য ও গোয়েন্দা
Author: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Edition: ৫ম ,২০১৩
No Of Page: 230
Language:BANGLA
Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
Country: ভারত
‘ইন্টারকমে অতনুর গলা পাওয়া গেল, স্যার, একজন পুলিশের লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন ।
মনোজ সেন খুবই অবাক হয়ে বলল, পুলিশের লোক ? পুলিশের লোক আমার কাছে কী চায় ?
সেটা উনি আপনাকেই বলতে চান ।
আজ আমার সময় কোথায় ? এখনই ফরেন ডেলিগেটরা এসে পড়বেন। একটু আগে তাজ বেঙ্গল থেকে ওঁরা বেরিয়ে পড়েছেন। মিনিস্টারের সঙ্গে জাস্ট পনেরো মিনিটের অ্যাপয়েন্টমেন্ট সেরেই চলে আসবেন। আমি কতটা ব্যস্ত বুঝতে পারছ ? আই অ্যাম গোয়িং থ্রু দি পেপারস নাউ। লাস্ট মিনিট চেকিং ।
সবই বলেছি স্যার । তবু উনি ইনসিস্ট করছেন ।
ওঁকে ফোনটা দাও ।
ও-কে স্যার ।
টেলিফোনে একটা মিহি গলা পাওয়া গেল যা মোটেই পুলিশি কর্তৃত্বব্যঞ্জক নয়। বরং খুবই ভদ্র ও বিনয়ী গলা, মিস্টার সেন, আমার প্রয়োজনটা বিশেষ জরুরি ৷
আপনি আগামী কাল আসুন ।
আমি জানি আপনি আজ ফরেন ডেলিগেটদের নিয়ে ব্যস্ত থাকবেন। আজ তাঁদের সঙ্গে আপনার লাঞ্চ এবং মিটিং। একটা কন্ট্রাক্টও আজ সই হবে। কিন্তু আমার দরকারটাও গুরুতর ।
খুবই মুশকিলে ফেললেন। এনিওয়ে, দু মিনিটের বেশি সময় নেবেন না । বাই দি বাই, আপনি কি লালবাজারের লোক ?
না ।
তাহলে কি লোকাল থানা ?
না। আমার হেড কোয়ার্টার প্যারিসে।
বলেন কী ? ফরাসি পুলিশ কি বাংলা বলে ?
বলে । যদি ইন্টারপোলের লোক হয় । আমি বাঙালি । দুর্ভাগ্যবশত ।
‘ইন্টারপোল ? সে তো সাঙ্ঘাতিক ব্যাপার । আসুন মশাই ।
তার সেক্রেটারি সোনালি সোম চুক্তিপত্রের কাগজগুলো টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল ।