যখন ছোট ছিলাম

TK. 600

Description

“যখন ছোট ছিলাম” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ

এই বইতেই তিনি শুনিয়েছেন একটি ছেলের কথা, ইস্কুল ছাড়ার দশ বছর বাদে যাকে একবার যেতে হয়েছিল পুরনাে ইস্কুলের চত্বরে, আর যেখানে ঢুকেই যাঁর মনে হয়েছিল, এ কোথায় এলাম রে বাবা! দরজা ঘােট, বারান্দা ছােট, ক্লাসরুম আর ক্লাসের বেঞ্চিগুলাে সবই কেমন ছােট মনে। হচ্ছে। পরে তিনি নিজেই বুঝতে পেরেছিলেন, কেন এই বিভ্রম। ইস্কুল ছাড়ার সময় তিনি ছিলেন পাঁচ ফুট তিন ইঞ্চি, আর সেবার যখন ফিরে। গেলেন, তখন তিনি উচ্চতায় প্রায় সাড়ে ছ’ফুট। ইস্কুল তাে বাড়েনি, বেড়েছেন তিনি নিজেই। আমরা অবশ্য জানি, এর পরেও ক্রমশ তিনি আরও কত বড় মাপের হয়ে উঠেছেন। প্রতিভায়, প্রতিপত্তিতে, খ্যাতিতে, জনপ্রিয়তায় ক্রমশই তিনি নিজেকে কীভাবে গিয়েছেন ছাপিয়ে। সেই বড় মাপের মানুষটিই এই বইতে শশানালেন তার খুব পুরনাে দিনের কিছু কথা- ‘যখন ছােট ছিলাম। একদা যিনি আমাদের চলচ্চিত্রকে। রাতারাতি সাবালক করে তুলেছিলেন ‘পথের পাঁচালী উপহার দিয়ে, আজ তিনি নতুন করে যেন শুরু করলেন আরেক পথের পাঁচালী, যে-পথ। গিয়েছে তার নিজেরই সােনালী শৈশবের দিকে। এই নতুন পথের পাঁচালীতেও একটি ছেলের মুগ্ধতা ও বিস্ময়, কল্পনা ও কৌতূহল, কৌতুক ও রােমাঞ্চ, অনুভব ও উপলব্ধি নিয়ে বড় হয়ে ওঠা ছবির মতন আমাদের চোখের সামনে তুলে ধরেছেন তিনি। সেই ছেলেটির নাম— সত্যজিৎ রায়।। এ বইতে শুধু সেই ছােট্ট সত্যজিৎ রায়ের বড় হয়ে ওঠার কাহিনীই শােনাননি তিনি, সেই সঙ্গে শুনিয়েছেন এমন-এক পরিবারের কথা যে-পরিবার বাংলা সাহিত্যে একমাত্র ঠাকুরবাড়ির পরেই স্মরণযােগ্য। আর শুনিয়েছেন এমন এক। কলকাতার কথা, যেকলকাতা আজ মনে হয় অচেনা।

Related Products