নতুন বিন্যাস

Notun Binnas
কালের আবর্তনে জীবনের রূপ, রং এবং ছন্দে আসে পরিবর্তন। সমাজ বদলায়, বদলায় সময়ের চাহিদা। পরিবর্তনের এই ধারায় পুরনোকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে হয়, সৃষ্টি করতে হয় নতুন বিন্যাস। চিন্তা-চেতনার গভীরে আলো ফেলতে, জ্ঞানচর্চার পথকে প্রসারিত করতে এবং সৃষ্টিশীলতার নতুন দিগন্ত উন্মোচনের উদ্দেশ্যে শুরু হয়েছে আমাদের যাত্রা